আল্লামা শাহ আহমদ শফীর জানাজা বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দেশের সবচে’ প্রবীণ আলেম, হেফাজতে ইসলামের আমীর- আল্লামা শাহ আহমদ শফীর জানাজা বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে।
তাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং জানাযায় অংশ নিতে সকাল থেকে সেখানে কয়েক লাখ মানুষ সমবেত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আল্লামা শাহ আহমদ শফি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা, কওমী মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং হাটহাজারী মাদ্রাসার মুহতামিম বা মহাপরিচালক ছিলেন। স্থানীয়রা তাকে চিনতেন বড় হুজুর নামে। কওমী শিক্ষার স্বীকৃতি অর্জনে অগ্রনী ভুমিকার জন্য প্রশংশিত হয়েছেন সব মহলে। তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের নেতারা বলছেন, আল্লামা শফির মতো বটবৃক্ষকে হারিয়ে অপুরনীয় ক্ষতি হয়েছে দেশের। তার এই শুন্যতা সহজে পুরণ হওয়ার নয়।





















