আলোচিত এমপি লিটন হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
আলোচিত এমপি লিটন হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী চন্দন কুমার রায়কে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে গ্রেফতার করেছে রেব। হত্যাকাণ্ডের দু’সপ্তাহ পর চন্দন তার আত্মীয়-স্বজনের সহযোগিতায় ভারতে আত্মগোপন করেছিলেন। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান। রাজধানীতে রেবের সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।
অনেক দিনের জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ২০১৬ সালে ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে।পরে, লিটনের ছোট বোন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। ঘটনাটি তখন দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল মূল পরিকল্পনাকারী আবদুল কাদের খানসহ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এ মামলার সাত আসামির মধ্যে চন্দন ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। তখন ছয় আসামি গ্রেফতার হলেও প্রধান সমন্বয়কারী চন্দন ভারতে পালিয়ে যায়।
প্রায় ছ’বছর পর চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে গ্রেফতার করেছে রেব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
চাঁদাবাজি ও ধর্ষণের একাধিক মামলা থেকে অব্যাহতি চাইলে চন্দন কুমারের সাথে এমপি লিটনের বিরোধ হয় বলে জানায় রেব।
মাদক কারবারের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময়ে চন্দন ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করে। এবার বিক্রি শেষে ভারত চলে যাওয়ার আগেই তিনি গ্রেপ্তার হয় বলে জানান, খন্দকার আল মঈন।
























