আ’লীগ সরকার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভব নয় : ড. মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৮৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভব নয় জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি অংশ নেবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তাঁতী দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি কখনো নির্বাচনে যাবেনা এটা বলা হয়নি। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচনে অংশ নেবে বিএনপি। ড. মঈন খান প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ যদি দেশে উন্নয়ন করেই থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচনের দিতে সমস্যা কোথায়? দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। এখানে স্বাধীনভাবে মৃত্যুর স্বাধীনতাও পাচ্ছে না মানুষ। দলমত নির্বিশেষে বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবানও জানান তিনি।