আ’লীগ ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা হয়েছে : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করে বিএনপি। এসময় বর্তমান সরকারের আমলে কোন সাম্প্রদায়িক হামলার বিচার হয়নি বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।