আ’লীগের ঘরে আরব্য রজনীর দৈত্য বসে আছে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭৯২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ঘরে আরব্য রজনীর দৈত্য বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে দেশে চারদিক থেকে ধসে যেত না। প্রয়োজনীয় রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। ফলে মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে বিপুল বিদেশী ঋণ নেয়া হয়েছে তাতে কেবল সুদই দিতে হবে এক লক্ষ কোটি ডলার বলে জানান রিজভী।