আ’লীগের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সিটি নির্বাচনই তার প্রমাণ: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সিটি নির্বাচনে সরকার তা প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, যেসব দেশ বাংলাদেশের নির্বাচনের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদের উচিত সিটি নির্বাচনে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণকে মূল্যায়ন করা। বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদী দল হিসেবে উল্লেখ করে দলটির বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে গণভবনে কার্যনির্বাহী কমিটির বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে জনগণের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন তিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বর্তমানে মানবাধিকার ইস্যুতে সোচ্চার দেশগুলো কেন নিশ্চুপ ছিল সেই প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা।
সিটি নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা প্রমাণ হয়েছে।
নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে মূল্যায়ন করার আহ্বান জানান শেখ হাসিনা।
ষড়যন্ত্র ও প্রতিকূলতার মাঝে জনগণকে সাথে নিয়ে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।