আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক ঢাকায়

- আপডেট সময় : ০৮:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসা-সেবায় নিয়োজিতদের সুরক্ষায় চীনের ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক ঢাকায় গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আজাদ।
দুপুরে জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক চীন থেকে বিশেষ কার্গো বিমানে করে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আনা হয়। চীনের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং কার্টন ভর্তি তিন লাখ মাস্ক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে তুলে দেন। ইয়ান হুয়ালং জানান, চীনের জ্যাক-মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন এসব মাস্ক অনুদান হিসেবে বাংলাদেশকে দিয়েছে। এই মাস্কগুলো ডাক্তারদের জন্য বিশেষভাবে তৈরী বলেও জানান দুতাবাস কর্মকর্তারা। এর আগেও ঢাকার চীনা দূতাবাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট- পিপিই ও এক হাজার থার্মোমিটার প্রদান করে।