আলাদা সড়ক দুর্ঘটানায় পাবনা ও ফেনীতে ৫ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটানায় পাবনা ও ফেনীতে ৫ জন নিহত হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন মুনসুর আলী খাঁ, সাইফুল শাহ ও আসিফ হোসেন। সকালে ঈশ্বরদীর আওতাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক ও যাত্রীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি।
এদাকে, ফেনীতে সিএনজি-মাইক্রো সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে।এসময় আহত হয়েছেন অন্তত ৩ জন। দুপুরে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।