আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০৯:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগার আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় কাতালানদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। তার আগে, রাত ন’টায় ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
স্পেনে কোপা দেল রে ব্যর্থতার রেশ কাটিয়ে বার্সেলোনা যাচ্ছে রিয়াল বেটিসের মাঠে। বার্সার বর্তমান কোচ কিকে সেতিয়েনের পুরনো ক্লাব এটি। গত বছরও ছিলেন দলটির দায়িত্বে। তার কোচিংয়েই শেষবার বার্সেলোনাকে হারিয়েছিলো রিয়াল বেটিস। শেষ ছয় দেখায় বেটিস জিতেছে ১ বার। বিপরীতে বার্সেলোনা জিতেছে ৪ ম্যাচে। ড্র হয়েছে এক ম্যাচ। শেষ ম্যাচে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের হতাশা বেটিসের ম্যাচেই কাটাতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে একাদশে থাকছেন না ডেম্বেলে। এছাড়া আর কোনো চিন্তার কারণ নেই কোচ সেতিয়েনের। নিজেদের ছন্দ খুঁজে পাওয়াটাই বড় চ্যালেঞ্জ মেসি-গ্রিজম্যানদের সামনে।