আলাদা জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা ও মাদারীপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে সংখ্যালঘু হিন্দু ও আদিবাসীদের উপর অত্যাচার করে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে ভূক্তভোগিরা। সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
নির্মাণ সামগ্রীর দর কমানোর দাবিতে ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধা ঠিকাদার কল্যাণ সমিতি।
সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আরিফ নামের এক যুবককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মাদারীপুরে কৃষকলীগ নেতা মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন কয়েকশ’ মানুষ। এ সময় বক্তারা, দ্রুত হত্যাকারীদের খুঁজে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।



















