আলাদা আলাদা ম্যাচে জিতেছে ম্যান সিটি, আর্সেনাল, টটেনহাম ও চেলসি

- আপডেট সময় : ০২:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জিতেছে ম্যান সিটি, আর্সেনাল, টটেনহাম ও চেলসি। লেস্টারকে ৬-৩ গোলে বিধ্বস্ত করেছে সিটিজেনরা। নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলের জয় আর্সেনালের।
ক্রিস্টালকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম। আর অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের জয় চেলসির। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে ম্যান সিটি। ৬ মিনিটে কেভিন ব্রুইনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে আরও তিন গোল দিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। স্কোরশিটে নাম তোলেন মাহারেজ, গুন্দোয়ান ও স্টার্লিং। তবে, দ্বিতীয়ার্ধে তিন গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় লেস্টার সিটি। যদিও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। ৬৯ আর ৮৭ মিনিটে আরও দুই গোল দিয়ে বড় জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সিটিজেনরা।