আর মাত্র চার দিন পর গাইবান্ধা-৩ সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের উপ-নির্বাচন

- আপডেট সময় : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আর মাত্র চার দিন পর গাইবান্ধা-৩ সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের উপ-নির্বাচন। তাই নির্বাচনী প্রচারণাও তুঙ্গে। এ নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদের চার প্রার্থী। তার ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন। এদিকে, অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার বিষয়টি মাথায় রেখে এবার কেন্দ্রে দেয়া হবে বিশেষ নিরাপত্তা।
সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটাদের মন জয় করতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। চলছে পাল্টাপাল্টি অভিযোগ। ভোটের দিন যেন বিএনপি-জামায়াত নাশকতা করতে না পারে, সবাইকে সজাক থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি। এদিকে, এই উপ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নিতে চান ভোটাররা। তবে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়।
নির্বাচনে সহিংসতাসহ সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জানালেন, জেলা নির্বাচন অফিসার। এই আসনের নির্বাচনে আওয়ামলীগ-বিএনপির পাশাপাশি অংশ নিয়েছেন খাদেমুল ইসলাম খুদি ও জাতীয় পার্টি থেকে ময়নুল রাব্বি চৌধুরী। এখানকার ২০ ইউনিয়নে ১৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন ভোটার রয়েছে। এরমধ্যে অধিকাংশই ঝুকিপূর্ণ।