আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কোপা আমেরিকায় শেষ হাসি হাসবে কোন দল?

- আপডেট সময় : ০৭:০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কোপা আমেরিকায় শেষ হাসি হাসবে কোন দল?। উত্তরের অপেক্ষায় দুই ভাগে বিভক্ত এখন ফুটবল বিশ্ব। তবে, ব্রাজিল সমর্থকদের স্বস্তি হতে পারে সুপার ক্লাসিকোর পরিসংখ্যান। যদিও লিওনেল মেসির নেতৃত্বে দুরন্ত আক্রমণভাগে স্বপ্ন বুনতে পারে আর্জেন্টিনাও।
মর্যাদা রক্ষা নাকি, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার? কোপা আমেরিকা ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের আগে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বারবার। মহারণ জিততে কতটাই বা প্রস্তুত দুই দল? শক্তি-সামর্থ্য আর কৌশলেও বা কে কার চেয়ে এগিয়ে
লড়াইয়ের শুরুটা একশ বছর আগে। যখন দু’দলের দৈরথের উপাদি ছিলো রোকা কাপ যা এখন সুপার ক্লাসিকো। কালের পরিক্রমায় ব্রাজিল-আর্জেন্টিনা বাৎসরিক লড়াইয়ের এই মঞ্চ এখন আগুন জ্বালানোর উপলক্ষ্য। দেশ-মহাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বকেই দুইভাগে ভাগ করে দেয় যে লড়াই। কখনো সেটা হয়ে যায় বাড়াবাড়ি। কখনো কথার লড়াই ছাপিয়ে হাতাহাতি।
আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে দু’দল সেই আর্জেন্টিনা-ব্রাজিলের পরিসংখ্যান যেনে নিবো এবার। দু’দলের ১১১ দেখায় এগিয়ে ব্রাজিল। ৪৬ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০ ম্যাচে। বাকী ২৫ ম্যাচ ড্র।
অন্য পরিসংখ্যানেও ব্রাজিলেরই প্রাধান্য। ব্রাজিলের মাঠে আর্জেন্টিনার শেষ জয়টা ১৯৯৮ সালে। এরপর সেলেসাও দূর্গে সাত হার ম্যারাডোনার উত্তরসুরীদের।
ঘরের মাঠে শেষ ৫ ম্যাচে ৪ জয় ব্রাজিলের। দেশের বাইরেও প্রাধান্য নেইমারের দলের। ৩ জয়ের বিপরীতে হার ২ ম্যাচে। ফাইনাল পরিসংখ্যানও ব্রাজিলকে এগিয়ে রাখছে। চার ফাইনালের তিনটায় জয় সেলেসাওদের। ১৯৩৭-এর প্রথম ফাইনালে কেবল জিতেছিলো আর্জেন্টিনা।
দু’দলের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের কীর্তিটা অবশ্য আর্জেন্টিনার। ১৯৪০ সালে জিতেছিলো ৬-১ গোলে। ব্রাজিলও আর্জেন্টিনার জালে দিয়েছিলো ছয় গোল। সেটা ১৯৪৫-এ। আর দুই ম্যাচই ছিলো ফ্রেন্ডলি। শেষ দেখায় আর্জেন্টিনা জিতলেও প্রতিযোগিতামূলক দেখায় শেষ জয় ২০০৬-এ।
এতো পরিসংখ্যান সবই যেন ধূসর ঐই ৯০ মিনিটে। তাই প্রেডিকশন করা কঠিন। কেন না দলটা আর্জেন্টিনা-ব্রাজিল। মেসি-নেইমার দুই দ্রুপদীর কথা বা নাই বললাম।