আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান ও জুবাইদা

- আপডেট সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ডা. জুবাইদা রহমানের করা আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। একইসঙ্গে তারেক রহমানের বিরুদ্ধেও মামলা সংক্রান্ত অভিযোগ ও সাজা বাতিল হয়ে যায়।
রায়ের পর ডা. জুবাইদা রহমানের আইনজীবীরা জানান, হাইকোর্টের এ রায়ের ফলে তারেক দম্পতির বিরুদ্ধে এই মামলায় আর কোনো অভিযোগ, দণ্ডাদেশ বা সাজা বহাল থাকল না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এবং এ নিয়ে বিভিন্ন সময়ে আইনগত লড়াই চলেছে। সর্বশেষ হাইকোর্টের এ রায়ে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হলো।