আরেকটি পাতানো নির্বাচনের জন্য আইন করছে সরকার : অভিযোগ সুজনের

- আপডেট সময় : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনের নামে সার্চ কমিটি নিয়োগ আইনের মাধ্যমে সরকার আগামীতে আরেকটি পাতানো নির্বাচন করতে চায় বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক… সুজন। শিগগিরই এই প্রক্রিয়া থেকে সরে না এলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। পাশাপাশি সংবিধানের অস্তিত্ব নিয়েও শংকা জানিয়েছে সংগঠনটি। জাতীয় সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করে বক্তারা।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়োগ সংক্রান্ত আইন যখন সংসদে উপস্থাপন চলছে তখনই এই আইনের চুল চেরা বিশ্লেষণ করতে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, তত্বাবধায়ন সরকারের সাবেক উপদেষ্টা ছাড়াও নির্বাচন বিশ্লেষকরা।
প্রস্তাবিত এই আইনের সমালোচনা করেন সবাই। বলেন, নতুন এই আইনটিতে মানুষের ভোটের অধিকার ফের লঙ্ঘিত হওয়ার আশংকা তৈরী হয়েছে, যা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক
সাবেক নির্বাচন কমিশিনার এম সাখাওয়াত হোসেনের দাবি, প্রস্তাবিত আইনটি পাশ হলে দেশে নতুন বিতর্ক তৈরি হবে।
সংবিধান পারদর্শী ড. শাহদীন মালিকের অভিযোগ নতুন এই আইনের মাধ্যমে জনগনের সঙ্গে আরেকবার ছল-চাতুরি করলো সরকার।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনের চেয়ে সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা জরুরী। কিন্ত তড়িঘড়ি করে আইন পাশ করায় সেই সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও দাবি সুজনের।