আরও ৫টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
আরও ৫টি প্রতিষ্ঠানকে ১ কোটি করে ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
দেশের বাজারে ডিমের দাম বেড়ে গেলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলন করে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করেন। বাজারে সরবরাহ বাড়ানোর জন্য শুরুতে চার কোটি ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়। পরে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এবার দেয়া হলো আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি।।















