আমড়াখালী বিজিবি চেকপোস্টে স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
 - / ১৫৭৯ বার পড়া হয়েছে
 
ভারতে পাচারের সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে বাস তল্লাসী করে ১ কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৩ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
সকালে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক আশিকুরকে ক্যাম্পে নিয়ে এসে তার শরীরের সাথে বিশেষ ব্যবস্থায় বেঁধে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় দেড় কেজি। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা। আটক আশিকুর যশোরের ঝিকরগাছা থানার দেউলী গ্রামের বাসিন্দা।
																			
																		














