‘আম্পান’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে

- আপডেট সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। অতি প্রবল এই ঘূর্ণিঝড়টি কাল বুধবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে জানিয়ে আবহাওয়া বিভাগ বলেছে, এ সময় ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে সাগর বর্তমানে খুবই উত্তাল রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুপার সাইক্লোন ‘আম্পান’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্হান করছে। এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।