আম্পানের কারণে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে খুলনা ও সাতক্ষীরায় উপকূলীয় লাখো মানুষের

- আপডেট সময় : ০৪:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় আম্পানের কারণে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে খুলনা ও সাতক্ষীরায় উপকূলীয় লাখো মানুষের। ঈদ আনন্দের ছিটেফোঁটাও নেই আম্পানে ক্ষতিগ্রস্থ এসব এলাকায়। আর করোনায় থমকে গেছে সাভার-ধামরাইয়ের ২০ হাজার দিনমজুরের জীবনযাত্রা। ঈদ আনন্দ থেকে বঞ্চিত তারাও।
করোনায় নেই উপার্জন, তার উপর আম্পানে আশ্রয়হীন খুলনার উপকূলের লাখো মানুষ। তাইতো ম্লান তাদের এবারের ঈদ আনন্দ। ঈদ উদযাপন তো দূরের কথা, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই অধিকাংশ উপকূলীয় মানুষের। শত শত পরিবারের মানুষ না খেয়ে রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। আর জেলা প্রশাসক জানালেন, উপকূলের মানুষের পুর্নবাসনের চেষ্টা চলছে।
আম্পানের তান্ডবে ভেসে গেছে সাতক্ষীরা উপকূলের ঈদ আনন্দ। প্রিয় জনের নতুন জামা কাপড় উপহার দেওয়া তো দূরের কথা, সেমাই চিনি কেনার সাধ্যটুকুও নেই অনেকের।
প্রতাপনগর ইউনিয়নের ১৮ গ্রামের মানুষের ঈদ নামাজ আদায়ের জায়গাও জানেন না স্থানীয় জনপ্রতিনিধি। ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতে সরকারের ডেল্টাপ্লান বাস্তবায়নে কার্যকরি উদ্যোগ নেয়া হবে বলে জানান পানি সম্পদ সচিব।
এদিকে, করোনা ভাইরাসের কারনে সাভার ও ধামরাইয়ের ২০ হাজার দিনমজুর ঈদ আনন্দ থেকে বঞ্চিত। দীর্ঘ কর্মহীন এসব মানুষের জীবনযাত্রাই থমকে গেছে। নাগরিক প্রতিনিধিরা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর স্থানীয় জনপ্রতিনিধি বললেন, সরকারি সহায়তার পাশাপাশি নিজেও সহায়তা করছেন।