আমেরিকাকে চটিয়ে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না : আ’লীগকে সতর্ক করেছেন বিএনপি নেতারা

- আপডেট সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আমেরিকাকে চটিয়ে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে। সে সেময়ও ঘনিয়ে এসেছে। দুপুরে রাজশাহী বিভাগীয় সভায় তারা এমন মন্তব্য করেন।
দলের হাইকমান্ডের নির্দেশে সাংগঠনিক কর্মসুচি সফল করতে রাজশাহী বিভাগের আট জেলার শীর্ষ নেতাদের নিয়ে নগরীর একটি কমিনিউটি সেন্টারে সমন্বয় সভা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, জনগণের সাথে বিচ্ছিন্ন এই সরকার আর টিকে থাকতে পারবে না।
চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা বলেন, রাশিয়া থেকে তেল আমদানি করলে এবার গার্মেন্টস নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞায় পড়বে সরকার।
দলের অভ্যন্তরীন কোন্দল ও ব্যর্থদের নেতা বানানোর সমালোচনার পাশাপাশি তাদের শাস্তি দাবি করেন বিএনপির সাবেক সংসদ সদস্য।
সরকার পতনে দলীয় কর্মসুচি সফল করতে জেলার নেতাদের নির্দেশনা দেয়া হয় সমন্বয় সভা থেকে।