আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে : বরখাস্ত মেয়র জাহাঙ্গীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শুধু সে নয়, কোনো সাধারণ মানুষকেও যাতে হয়রানি করা না হয়।
সকালে আদালতে হাজির হয় জাহাঙ্গীর আলমের সমর্থক, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দেয়া একটি মানহানির অভিযোগের প্রতিবেদন দেয়ার দিন ছিল আজ। স্থানীয় আতিকুর রহমান তার বিরুদ্ধে মানহানির মামলাটি করেছেন। এখনো এই মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমার দিন ঠিক করেছে আদালতে।