আমন চাষে বাম্পার ফলনে খুশি নড়াইলের চাষিরা

- আপডেট সময় : ০১:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
আমন চাষে বাম্পার ফলনে খুশি নড়াইলের চাষিরা। অন্যান্য বছরের তুলনায় এবার বাজার দরও ভালো। অনুকূল আবহাওয়া ও পোকার উপদ্রপ কম থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ। নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তারের প্রতিবেদন জানাচ্ছেন: রিফাত হোসেন সবুজ
করোনার ভয়কে উপেক্ষা মাঠে নেমে পড়েছিল চাষিরা। এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু কাঁচা-পাকা ধান। অনুকুল আবহাওয়া, পোকা-মাকড়ের উপদ্রপ কম থাকা এবং সঠিক পরিচর্যায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। বাজারে এক হাজার টাকার বেশি দরে প্রতিমন ধান বিক্রি হচ্ছে।
ধান ঘরে তোলার কাজে মাঠে নেমেছে কৃষক-কৃষানিরা। দাম ভাল হওয়ায় শ্রমিকের বেতন পরিশোধেও সমস্যা হচ্ছে না চাষিদের।সার ও কীটনাশকের সরবরাহ স্বাভাবিক ছিল বলে জানায়, কৃষি বিভাগ। চলতি মৌসুমে ধান উৎপাদনে, খুলনা বিভাগের মধ্যে সেরা হয়েছে নড়াইল। ৪০ হাজার পাঁচ’শ ৫৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। অতিরিক্ত ৬২০ হেক্টর জমিতে চাষ হয়েছে।