আমদানীর পেঁয়াজ বাজারে আসলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
আমদানীর পেঁয়াজ বাজারে আসলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দু’টি গবেষণাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় কৃষিমন্ত্রী আরো বলেন, পেঁয়াজ পঁচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়।

 
																			 
																		
















