আবুল মাল আবদুল মুহিতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন

- আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
হাজারো মানুষের অংশগ্রহণে বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা হয়।
পরে ৩টার দিকে সিলেট নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ১২টায় এই ভাষাসৈনিকের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সেখানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে সিলেট নগরবাসী শেষবিদায় জানান এই প্রাজ্ঞ রাজনীতিবিদকে। সিলেট-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গেল শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। শনিবার ঢাকায় গুলশান আজাদ মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ শেষে তার মরদেহ সিলেট নেয়া হয়।