আবারো স্থগিত হলো সৈয়দপুরে রেলের উচ্ছেদ অভিযান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আবারো স্থগিত হলো নীলফামারীর সৈয়দপুরে রেলের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান।
সকালে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সৈয়দপুর শহরের চালপট্টি হাওলাদারপাড়া এলাকার ১০৩ জন অবৈধ দখলদারের ১১৯টি স্থাপনা উচ্ছেদে যায় রেল কর্তৃপক্ষ।পশ্চিমাঞ্চল রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাকশী ডিভিশনের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরুর আগে বাড়ির মালিকরা আরও এক সপ্তাহ সময় চান। এসময় ভূ-সম্পত্তি কর্মকর্তা উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের আবেদনের প্রেক্ষিতে এ সময় দেয়া হয়েছে। তবে সরকারী সম্পত্তি অবৈধ দখলের দায়ে ১০৩ দখলদারকে এক লাখ ৭৭ হাজার টাকা জরিমানা ও উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় শাহিদ আহমেদ নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।এসময় চারটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।