আবারো ভারতীয় পেয়াজ আমদানি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রমজান মাসকে সামনে বিবেচনায় রেখে টানা এক মাসেরও অধিক সময় পর আবারো ভারতীয় পেয়াজ আমদানি শুরু করেছে দিনাজপুরে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।
গেলরাতে ভারত থেকে একটি ট্রাকে ৩০ মেট্রিক্টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ইন্দোর জাতের এই পেঁয়াজ স্থলবন্দরে পাইকারিতে ৩০-৩১ টাকা দরে বিক্রি হচ্ছে বলে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গেল ২৭ জানুয়ারি থেকে হিল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হিলি স্থলবন্দরে আমদানিকারক গ্রুপের নেতা শাহিনুর জানান, বেশ কিছুদিন দেশীয় পেঁয়াজের সরবরাহ প্রচুর থাকায় এবং ভারতীয় পেয়াজের আমদানি মূল্য বিবেচনায় লোকসানে পড়ে ব্যবসায়ীরা।যে কারণে ভারতীয় পেয়াজ আমদানি বন্ধ ছিল।আসন্ন রমজানে পেয়াজের বাজার যেন অস্থিশীল না হয় সেজন্য আবারো পেয়াজ আমদানি শুরু করেছে তারা।