আবারো পেছানোর শঙ্কায় আইপিএল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আবারো পেছানোর শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল। সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন- বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এর আগে, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়েছিল ফ্র্যাঞ্জাইজি-ভিত্তিক শীর্ষ ক্রিকেট লিগ– আইপিএল। কিন্তু ভারতজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের দেশগুলো একে অপরের সাথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। তাই আবারো পেছানোর আশঙ্কায় রয়েছে আইপিএল। এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানান, এক দফা পেছালেও নতুন তারিখে এখন এই আসর শুরুর সম্ভাবনা কম। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে সোমবার পর্যন্ত। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সকল বিষয় পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বিসিসিআই সভাপতি।