আবারো ঘরের মাঠে খেলতে নেমে বিপর্যয় ঘটলো ম্যানচেস্টার ইউনাইটেডের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আবারো ঘরের মাঠে খেলতে নেমে বিপর্যয় ঘটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো ম্যাচজুড়ে নিজেদের দাপট বজায় রেখে ম্যানইউর মাঠ থেকেই দারুণ এক জয় নিয়ে ফিরল ম্যানচেস্টার সিটি।
লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার স্মৃতি ভুলতে না ভুলতেই আবারো ঘরের মাঠে খেলতে নেমে বিপর্যয় ঘটলো ম্যানইউ’র। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের ৭ মিনিটে এরিক বেইলির আত্মঘাতী গোলে তারা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। ম্যাচের শুরু থেকেই অসহায় আত্মসমর্পন করেছিলো ক্রিশ্চিয়ানোর রোনালদোর দল। গোল পরিশোধের তেমন কোন সুযোগই দেয়নি সিটিজেনরা। স্কোরলাইন হয়তো ফুটিয়ে তুলছে না সিটির সামনে কতটা অসহায় ছিল উলে গুনার সুলশারের দল।