আবারো ক্ষমতার পথে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আবারো ক্ষমতার পথে মমতা বন্দোপাধ্যয়ের তৃণমূল কংগ্রেস। হাড্ডাহাড্ডি লড়াই হলেও বুথফেরত জরিপ বলছে, প্রয়োজনীয় ১৪৮টি আসনের বেশি পেয়ে এগিয়ে মমতার দল।
সকাল থেকেই চলছে ভোট গণনা। বিজেপি এগিয়ে ১৩৩টি আসনে এবং বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫ আসনে। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল এগিয়ে থাকলেও খোদ নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। আট ধাপের ম্যারাথন ভোটগ্রহণ শেষে ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গসহ ৫টি রাজ্যের ফল ঘোষণা হবে আজ।