আবারো ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
আবারো ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। গেল কয়েক দিনে দিনাজপুরের বাজারে কেজি প্রতি দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ৫ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যর উর্ধ্বগতিতে হতাশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনাজপুর বাহাদুর বাজার কাঁচাবাজার আড়তদার সমিতির নেতা বাদশা মিয়া জানান, বাজারে সরবরাহ কম। দেশি পেঁয়াজ কেজি প্রতি দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪৫ টাকায়। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমবে বলে জানান এই ব্যবসায়ী নেতা।