আবারও টাইগারদের দায়িত্বে আসছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
আবারও টাইগারদের দায়িত্বে আসছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্সকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দলের সাবেক হেড কোচ জেমি সিডন্স এবার নতুন দায়িত্ব নিয়ে আসছেন টাইগার ক্রিকেটে। আগামী বছর ফেব্রুয়ারি থেকে দুই বছর মেয়াদে কাজ করবেন বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং পরামর্শক হিসেবে। এর আগে জেমি সিডন্স বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেন ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত। জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা কাটাতে এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।