আবহাওয়া অনুকুল না থাকায় এখনো বসেনি পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পদ্মায় কুয়াশা ও আবহাওয়া অনুকুল না থাকায় পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী এখনো পর্যন্ত বসেনি পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান।
সেতু সংশিল্টরা বলছে ৩৬তম স্প্যান ওয়ান-বি সম্পূন্ন প্রস্তুত অবস্থায় লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে থেকে ভাসমান ক্রেন তিয়ানহুতে তোলা হয়েছে এবং বেলা ১২ টার দিকে এটি সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নাম্বার পিলারে কাছে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে পিলারদুটির কাছে নব্যতা সংকট কাটিয়ে ড্রেজিং করে পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে ও পযাপ্ত পরিমানে আলো থাকলে আজ বিকেলেই বসানো হতে পারে সেতুর ৩৬ স্প্যানটি। তবে আলো সল্পতা ও কারিগরি জটিলতা থাকলে এটি আজ নাও বসতে পরে। সে ক্ষেত্রে আগামীকাল বসবে পদ্মা সেতুর ৩৬ তম স্প্যান। আর এটি বসানো হলে মূল সেতুর দৃশ্যমান হবে ৫ হাজার ৪০০ মিটার।