আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র জমা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২ টার দিকে ডিবি পুলিশের একটি টিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেয়। আবরার হত্যার ঘটনায় ২৫ জনের সম্পৃক্তা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, হত্যাকারীরা রেগিংয়ের নামে বিভিন্ন সময়ে উগ্র আচরণ করে আসার পর একপর্যায়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো একটু সচেতন হলে এমন ঘটনা ঘটতো না। যেভাবে চার্জশিট প্রস্তুত করা হয়েছে তাতে আশা করা যায় সাজা নিশ্চিত বলেও মনে করেন এই কর্মকর্তা।