আফ্রিকা ফেরত দেড়শো জনের তালিকা নেই সরকারের কাছে : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দ্রুত সংক্রামক করোনার ওমিক্রন ভেরিয়েন্ট প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। লকডাউন না চাইলে, এর চেয়ে কার্যকর বিকল্প নেই বলেও জানান তিনি।
দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও জানান, গেলো এক মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ১৫০ প্রবাসী দেশে ফিরেছেন। ইমিগ্রেশনে তাদের ঠিকানা-মোবাইল নম্বর গোপন করে বিমানবন্দর পার হয়েছেন। নিজ নিজ এলাকায় সংক্রমণ ঠেকাতে জনপ্রতিনিধিদের এ বিষয়ে সতর্ক নজর রাখার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রবেশ ঠেকাতে ও নিয়ন্ত্রণে আলোচনা হয়েছে। এসময় মন্ত্রী বলেন, ওমিক্রণ রোগীদের সেবা দিতে সারাদেশের ১২০টি হাসপাতালে রয়েছে ১৮ হাজার বেড। ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।