আফ্রিকার শিশুদের ম্যালেরিয়া টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন
- আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
গণহারে আফ্রিকার শিশুদের ম্যালেরিয়া টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকা আবিষ্কার বিজ্ঞানের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করেছেন ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম।
মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় বছরে বিশ্বজুড়ে চার লাখের বেশি মানুষের মৃত্যু হয়। তবে এই রোগ প্রতিরোধের কোনো টিকা এত দিন ছিল না। অবশেষে আশার আলো হয়ে এসেছে এই টিকা। আফ্রিকান চিকিৎসকদের প্রায় একশ বছরের গবেষণায় প্রাপ্ত টিকা নিয়ে তিনি গর্বিত বলে জানান ডব্লিউএইচও প্রধান। আফ্রিকায় কোভিড নাইনটিনের চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ ম্যালেরিয়া। ২০১৯ সালে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মানুষের। ঘানা, কেনিয়া ও মালাবিতে ২০১৯ সাল থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে ডব্লিউএইচওর গতকালের ওই সিদ্ধান্ত। ওই কর্মসূচির অংশ হিসেবে আফ্রিকার ওই তিন দেশে ২০ লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকাটি ১৯৮৭ সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে।





















