আফ্রিকান ন্যাশন্স কাপের প্রথম শিরোপা জিতল সেনেগাল
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আফ্রিকান ন্যাশন্স কাপের প্রথম শিরোপা জিতল সেনেগাল। গোলশূন্য ফাইনালে মিশরকে টাইব্রেকে ৪-২ গোলে হারিয়েছে সাদিও মানেরা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও মিশরের বিপক্ষে ৪ মিনিটেই পেনাল্টি পায় লায়ন্সরা। কিন্তু সেই পেনাল্টিও মিস করে সেনেগাল। আক্রমণ পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ে ম্যাচ থাকে গোলশূণ্য ড্র। খেলা গড়ায় আতিরিক্ত সময়ে। সেখানেও গোলহীন দু-দল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য খেলা গড়ায় টাইব্রেকে। প্রথম পেনাল্টি থেকে গোল করে শুরুটা ভালই করে দু-দল।তবে নিজেদের দ্বিতীয় পেনাল্টি মিস করে বসেন মিশরের আব্দেল মোনেম।।তৃতীয় পেনাল্টিতে হামিদির গোলে সমতায় ফিরলেও চতুর্থ পেনাল্টিতে আবার ব্যর্থ মিশরের লাশিন।সেনেগাল এগিয়ে যায় ৩-২ গোলে।পঞ্চম পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করে সেনেগালের তারকা স্ট্রাইকার সাদিও মানে। মিশরকে ৪-২ গোলে হারিয়ে প্রথম শিরোপা নিশ্চিত করে সাদিও মানেরা।










