আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে মিশর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে মিশর। দ্বিতীয় সেমিফাইনালে ক্যামেরুনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহরা।
ম্যাচের শুরু থেকে মিসরকে চাপে রাখার চেস্টা করে ক্যামেরুন। কিন্তু প্রতিপক্ষের রক্ষন দূর্গ ভাঙ্গতে পারেনি তারা। বিপরীতে সময়ের সাথে পাল্লা দিয়ে গোছালো ফুটবল খেলে মিশরও। তবে, আক্রমন-পাল্টা আক্রমন করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দলই। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোলহীন দুই দল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকে। যেখানে ভালো শুরু করেছিলো ক্যামেরুন। আবুবাকার এগিয়ে দেন দলকে। জবাবে জিজুর গোলে ১-১ সমতা আনে মিসর। এর পরে টানা তিনটি পেনাল্টি মিস করে ছিটকে যায় ক্যামেরুন। রবিবার ফাইনালে মিসরের প্রতিপক্ষ সেনেগাল।










