আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা বাইডেনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশটিকে সব ধরনের সমর্থন দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বিবৃতিতে জো বাইডেন বলেন, নাইন-ইলেভেনের পর ওই স্থান থেকেই তালেবানদের উৎখাত করতে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন এবং বিমান হামলার ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তি ১১ সেপ্টেম্বর। এরপর থেকে আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। নতুন কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তন করতে না হলে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া হবে।