আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
সিরিজের পঞ্চম শেষ ওয়ানডেতেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছে বাংলাদেশ। সিলেটে ৩ উইকেটের হার টাইগার যুবাদের। স্বাগতিকদের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান।
হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৪৮ রানে ১১ করে ফেরেন মফিজুল ইসলাম। আরেক ওপেনার ইফতিখারের ব্যাট থেকে আসে ২৬ রান। মাঝে আরিফুল ও আইচ মোল্লা দ্রুত বিদায় নিলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষের দিকে আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানও পারেনি আলোর মুখ দেখাতে। শেষ পর্যন্ত ১৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শুরুতে ব্যাকফুটে আফগানিস্তান। তবে, মিডলঅর্ডার দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। দলীয় ২৪ রানে দুই উইকেট তুলে নিয়ে আশা দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বস্তি দিতে পারেননি আশিকুর জামান-নাঈমুর রহমানরা।





















