আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় অন্তত সাত জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, সকালে কাবুল বিমানবন্দরের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের সবাই বেসামরিক নাগরিক। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। মঙ্গলবার তালেবানের হাতে বন্দি এক মার্কিন ও এক অস্ট্রেলীয় অধ্যাপকের বিনিময়ের মাধ্যমে দুই তালেবান কমান্ডার ও হাক্কানি গোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয়া হয়। এর পরদিনই রাজধানীতে গাড়ি বোমা হামলার এমন ঘটনা ঘটলো।






















