আফগানিস্তানের কাবুলে আবাসিক এলাকায় রকেট হামলায় আটজন নিহত
- আপডেট সময় : ০৮:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় অন্তত ২৩টি রকেট হামলায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এমন সময়ে বড় ধরনের এই হামলার ঘটনা ঘটলো, যখন তালেবান ও মার্কিন সরকারের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আলোচনা শুরুর ঠিক আগ মুহুর্তে হামলাটি চালানো হয়। তবে হামলার জন্য দায়ী কারা তা এখনও স্পষ্ট নয়। তালেবান এই হামলার দায় অস্বীকার করে জানিয়েছে, জনসমাগম স্থলে হামলা করা তাদের নীতির সঙ্গে যায় না। আলোচনা ভণ্ডুল করতে এটি ইহুদী চক্রান্ত হতে পারে বলে মনে করছে তারা। তীব্র রকেট হামলার ঘটনাটি ঘটে কাবুলের কেন্দ্রস্থল ও পূর্বাঞ্চলে। এর পাশেই গ্রিন জোন হিসেবে পরিচিত অভিজাত ও কূটনৈতিক এলাকা। শনিবার সকালে চালানো ওই হামলায় অনেক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি গাড়ি থেকে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়।



























