আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
চট্টগ্রামের সকাল ১১ টায় শুরু হবে ম্যাচ। টানা দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের ম্যাচে তাই বাড়তি আত্মবিশ্বাস স্বাগতিক শিবিরে। অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে আফগানিস্তান। অবশ্য এই ম্যাচে তারা পাবে না তারকা অলরাউন্ডার রশিদ খানকে। পিসিএলের ফাইনাল খেলতে উড়াল দিয়েছেন এই আফগান ক্রিকেটার। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে একক আধিপত্য দেখিয়ে সিরিজ নিশ্চিত করে নেয় টাইগাররা। সেই সাথে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে উঠে যায় তামিম ইকবালের দল। এর আগে প্রথম ম্যাচে বিপর্যয়ে পড়ে আফিফ-মিরাজের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ জয় পায় টাইগাররা।










