আপাতত নিউজিল্যান্ড সিরিজ বাতিলের সুযোগ নেই : পাপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডে বায়োবাবল কড়াকড়িতে বাংলাদেশের ক্রিকেটাররা স্বস্তিতে না থাকলেও আপাতত সিরিজ বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে, ২১ ডিসেম্বর কোভিড টেস্টের ফল পাওয়ার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিসিবি সভাপতি। নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক করেন পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি আরও জানান, ক্রিকেটাররা দেশে ফিরতে চাইলে এখনই তা সম্ভব নয়। আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে টাইগারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মমিনুলদের। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে। সিরিজ শুরুর আগের দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে বাংলাদেশ দলের।