আন্দোলন না করার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন নজরুল ইসলাম খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বড় আন্দোলন না করার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যে কোনো বিবেচনায় বেগম খালেদা জিয়ার জামিন হতে পারে। বয়স, ব্যক্তিত্ব এবং মামলার ধরণ– সব কিছুতেই তিনি জামিন পাওয়ার হকদার। সরকার তাকে রাজনৈতিক প্রতিহিংসায় দু’বছরের বেশি সময় ধরে কারাবন্দী করে রেখেছেন। গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলে এখনো আশা করেন তিনি। তবে, কবে কিভাবে গণআন্দোলনের সূত্রপাত হবে- সেটি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশে সুশাসন ফিরিয়ে আনতে গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।