আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
আন্দোলন করে সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি জনগণের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বলে মনে করেন হানিফ। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছেন বিএনপি নেতারা। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে– বিএনপির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের নতুন ষড়যন্ত্র। যে কোন অপরাজনীতি কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই নেতা।






















