আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির প্রাপ্তি: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখাত হওয়া আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম-আপ চলছে বলে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট ও নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই উল্লেখ করে অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানান তিনি। নিজেদের অন্ধকার ভবিষ্যত দেখে বিএনপি হতাশায় কাতর- মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই আর অবশিষ্ট নেই বিএনপির।