আন্দোলনের হুমকিতে ভীত নয় আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিএনপি’র আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বাসভবন থেকে সোমবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তাদের গণ-আন্দোলনের হুমকি নিজেদের পদ টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয়।
স্থানীয় সরকার নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খালেদা জিয়াকে বিদেশে নেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
আর রাজধানীর রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ২২নং ওয়ার্ডের ৬টি ইউনিট সম্মেলনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।