আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে যে কোন ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়াল বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি। এ সময় ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান ওবায়দুল কাদের।
শনিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, কারো দাবীতে নয়, সবধরনের অনিয়ম দুর্ণীতির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েই কঠোর অবস্থান নিয়েছে সরকার।
বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।
দলের কোন পর্যায়ের সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না উল্লেখ করে ত্যাগীকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।






















