আন্দোলনের নামে বিএনপি দেশে অস্থিশীলতা তৈরি করছে : হানিফ

- আপডেট সময় : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে বিএনপি দেশে অস্থিশীলতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন বিএনপি লাশের রাজনীতি করে। হত্যা-সংঘাতের রাজনীতি থেকে বিএনপি এখনো বের হতে পারেনি। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য- অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বিএনপির সহ্য হচ্ছে না। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনাসভা ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।
সভায় ৭৬তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব তুলে ধরেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
আরেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, উন্নয়ন করে দেশের মানুষের মনে জায়গায় করে নিয়েছে শেখ হাসিনা। বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কর্মসূচির নামে দেশে সহিংসতা শুরু করেছে জিয়াউর রহমানের দল।
আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।