আন্দোলনে না জিতলে ক্ষমতার মসনদে বিএনপি কোনোদিন যেতে পারবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আন্দোলনে না জিতলে ক্ষমতার মসনদে বিএনপি কোনোদিন যেতে পারবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,ওবায়দুল কাদের।ষড়যন্ত্র করে তারা মানুষ হত্যা করতে পারবে বলেও মনে করেন তিনি। দুপুরে টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্বিদ্যালয় ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় এ সব কথা বলেন তিনি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,৭১ এ দেশি-বিদেশী শক্তি পরাজিত হয়ে প্রতিশোধ নিতে ১৫ আগস্টের হত্যাকান্ড ঘটিয়েছে । এর জন্য জিয়াউর রহমানই দায়ী।
বিএনপির আন্দোলন দেখতে দেখতে ১৩ বছর পার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যতদিন আন্দোলনে সফল হবে না ততোদিন ক্ষমতায় যাওয়ার স্বপ্নও বাস্তবায়ন হবে না তাদের।
১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন করে বিএনপি জাতির সাথে তামাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।